চোর ধরার মন্ত্র

চোর ধরার মন্ত্রঃ
এই বিষয়টি প্রত্যেকের জিবনের একটি বার হলেও প্রয়োজন পড়ে। অনেক সময় নিজের ভিতর কোন ব্যক্তি এই বৎ কাজ করে তবুও কিছু করার উপায় থাকে না। কাউকে বলাও যায় না কে এই চুরির কাজটি করলো। তাই এই বিপদে এই প্রক্রিয়াটি ব্যবহার করুন ও আসল চোরকে ধরে ফেলুন তার সাথে সাথে চুরির মাল ও ফিরিয়ে আনুন।
মন্ত্রঃ- “ওঁ নমো ইন্দ্রাগ্নি বন্ধ্ বাঁধায় স্বাহা।”
ঘরের যেকোন জিনিস চুর হলে যাদের ওপর সন্দেহ হয় তাদের নাম ভিন্ন ভিন্ন ভূর্জপত্রে শনিবার বা মঙ্গলবার দিনে লিখে নিতে হবে। পরে উক্ত মন্ত্র ১০৮ বার পাঠ করে হোম করবেন এবং মন্ত্র পাঠ করতে করতে ভূর্জপত্রগুলি হোমের আগুনে দেবেন। মন্ত্র প্রভাবে চোরের নাম লেখা ভূর্জপত্রটি পুড়বে না। চোর ধরা পড়ে যাবে।।
চুরির মালসহ চোরকে ধরার মন্ত্রঃ
মন্ত্রঃ- “ওঁ ধূং ভাঁজন হুঙ্কার স্ফটিকা দহ দহ ওঁ।”
কোকপটিকা বৃক্ষের নিচে মৃগচর্মের আসনে বসে মঙ্গলবার দিনে গোধূলি গাছের কাঠ জ্বালিয়ে হোম করবেন।
উক্ত মন্ত্র জপ করতে করতে হোমের আগুনে সরষে এবং গুগ্গুল জ্বালাবেন। মন্ত্রের প্রভাবে চোর চুরি করা দ্রব্য সহ ফিরে আসবে।
প্রয়োগের পূর্বে অবশ্যই আমাদের যোগাযোগ পেইজে গিয়ে যোগাযোগ করুন। ধন্যবাদ।