স্বামীকে বশ করে রাখার মন্ত্র

স্বামীকে বশ করে রাখার মন্ত্রঃ
বিবরণঃ- আপনি কি আপনার স্বামীকে প্রচন্ড ভালোবাসেন কিন্তু আপনার স্বামী আপনাকে আপনার চাহিদা মতো সময় দিতে চায় না। কিংবা অন্য কোন খারাপ মহিলার সাথে অবৈধ্য সম্পর্কে লিপ্ত হয়ে আপনাকে ঠিক মতো ভালোবাসে না। আবার এদিকে আপনি চাচ্ছেন আপনার স্বামী আপনাকে ব্যতীত কোন অসৎ নারীর দিকে যেন চোখ নাদিয়ে শুধু আপনাকেই ভালোবাসে। আপনি চান যে আপনার স্বামী আপনাকে সারাজীবন ধরে ভালোবাসুক এবং সংসার সুখময় করে তুলুক। তাহলে এই প্রক্রিয়াটি আপনার জন্যেঃ-
মন্ত্রঃ-
“ইদং খনামি ভেষজং মাং পশ্য মভিরোরুদ্রম্।
পরায়তো নিবতম্মায়তঃ প্রদিনদনম্।।
যেনানি চক্র আসুরীন্দ্র দেবম্বয়স্পরি।
তেনানি কুর্বে ত্বামহং যথা তেডসানি সুপ্রিয়ঃ।।
প্রতীচী বিশ্বানং দেবান্ তাং ত্বাচ্ছাবদামসি।
অহং বদামি তু ত্বং সভায়ামহ ত্বং বদ।।
মমোদসস্ত্বং কেবলো নান্যাসা কীর্তয়াশ্চন্।
যদি বাসি তিরোজনয়াদি বা নদ্য স্তরঃ
ইয়ং য দহমা ত্বামোষধিধর্তত্ দধ্বেব ত্যানয়ম্।।”
প্রয়োগ বিধিঃ- উক্ত মন্ত্র দ্বারা শঙ্খপুষ্পী অভিমন্ত্রিত করে পত্নী যদি তা প্রয়োগ করে তাহলে স্বামী তার চির অনুগত থাকে। স্বামী যদি অন্য কোন খারাপ নারীর প্রতি আসক্তও থাকে তাহলে অচিরেই সেই সম্বন্ধ ছিন্ন হয়ে যায়।
বিঃদ্রঃ- উক্ত প্রয়োগ করার পূর্বে অবশ্যই আমাদের যোগাযোগ পেইজে গিয়ে যোগাযোগ করুন। সবার কাছে প্রচারের জন্যে অনুরোধ রইলো। ধন্যবাদ।